কালের গর্তে বিলিন রাজা
মাটির উপর কীর্তি,
আমারো তাই হাসন বিলাস
ছবিয় দেয়াল ভর্তি।

জানতো যদি হাসন রাজা
বেচবে তার-ই মুর্তি,
টিকেট কেটেই দেখবে লোকে
হবেও ভালো কাটতি।

খুঁজতি কি সে আল্লাহ খোদা
বাঁচার করতো আর্তি?
বাইজি লয়ে বাজরা নৌকায়
সুরমায় চলতো ফুর্তি।

৩০/০১/২০২৪ইং
সুনামগঞ্জ।