চাই না আমি তাকাও ফিরে
পড়ুক শিকল পা'য়ের বেড়ে,
খচখচে মন সত্যি জাগুক
দাড়াও আবার বায়না ধরে।

                    প্রাতঃরাশের কাপ টা ধুয়ে
                    গোছালে যেই শূন্য স্যুটকেস,
                    বুজলাম তুমি মানবে না আর
                    গা'য়ের বাধা কথার নিষেধ।

একে একে পড়লে যখন
ভারী গয়না গা'য়ের শাড়ী,
ইচ্ছে ছিলো পায়ের কাছে
শাড়ীর ভাজে হাতটা ধরি।

                    কিন্তু তোমার মন যদি চায়
                    থাকতে সুখে মুখটা বুজে,
                    সায় যদি দেয় চলতে একা
                    কেনো তোমায় হারাই নিজে?

জানি বলবে পারবে চলতে
আঁধার রাতে ধূলোর পথে,
মেঘ জমা মন যখন তখন
আর ভিজবে না অশ্রুপাতে।

                    পিছন থেকে আঁচল ধরে
                    তবে বাধা; দেই কি করে?
                    তবে যে প্রেম হারবে তুমি
                    চাইনা হারো নিজের ঘরে।

বুঝতে যদি মনের লেখা
পড়তে পেতে চোখের ভাষা,
সব জেতাতেই হয় কি জেতা?
কিছু হারেও রয় তো আশা।

০৩/০৫/২০২৩
চট্টগ্রাম।