আজ যে শিশু দাদার সাথে
চলছে হেঁটে পথে,
বাপ নাকি তার এই পথেতেই
গেছেন চড়ে রথে!

বিশ্ব ভ্রমন শেষেই আবার
আসবে ফেরে বাড়ি,
রোজ-ই নাকি শোনায় গল্প
দাদু ভেজান দাঁড়ি।

সকাল বিকাল বায়না টা তাই
ধরে দাদুর লাঠি,
"চলো না যাই মাঠের অপার
বাপ যদি যায় হাঁটি!"

শুনেই দাদু মুছেন চক্ষু
ধরেন জড়ায় বক্ষ,
ক্যামনে বলেন গুম করেছে
বাপ কে অচিন পক্ষ!

১৩/০৪/২০২৪ইং।
ময়মনসিংহ।