জেগেও যদি না জাগিস তুই
ঘুমের করিস ভান,
কান ধরে তোর ঘুম ভাঙাবো
হেঁচকা দেবো টান।

মৌয়ের চাকে ঢিল ছুঁড়ে তুই
ভাবিস গাইবি গান?
মুখের উপর হুল ফুঁটিয়ে
কামড়ে দেবো কান!

জান নিয়ে তুই স্থান পালাবি
দৌড়ে বাঁচায় মান,
বাঁদরামি তোর আজ ছুটাবো
কাঁড়বো তোর-ই প্রাণ।

১৮/০৭/২০২৪
ময়মনসিংহ।