ঝড় কেটে তোর এখনো ভোর হয়নি সময়?
ভাঙেনি ঘুম?
প্রভাত ফেরীর শুনিসনি ডাক?
যায়নি ডেকে ঠাকুর জ্যােঠা সূর্যি মামা!
শিশির ছুঁয়ে তোর গালে কি বুলায়নি হাত!
দেয়নি এঁকে চুম?

বসন্ত ভ্রম; তোর চোখে কি বসলো চেপে
দিলো ধূলো সাঙ্গ পাঙ্গ?
নাকি তুই, মাতাল হয়ে খুব ঘুমালি আজ মরণ ঘুম!
দেখিস না কি উড়ো উড়ি,
তোর গগনে নিকেষ কালো গুটিগুটি মেঘের হাঁটা?
চোখ খুলে দেখ,
হ্রাস পেয়ে আজ দেখাচ্ছে ভয় কিরণ ছটা।

নাকি, প্রলাপ বকে লোপ পেয়েছে মাথার নিচে বিবেক বুদ্ধি
তাই, ইচ্ছে করেই ভং ধরে আজ জাগিস না তুই!
নাকি, কেঁড়ে খেয়ে ভর পেটে তোর, তুই বাঁধালি ঘুমের অসুখ?
সময় যে যায়, পাস না দেখতে মাথার উপর রক্তিম আকাশ
আঁধার যেথা ডাকছে হেঁকে!
দেবো নাকি পানির ছিটা?
ঘুম ভেঙে দেখ, যায় পালায় আজ রক্ষিতারা। ।

০৫/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।

আজ সকালে লেখা কবিতা।
বিদ্রঃ দুপুরে নাকি তার ঘুম ভেঙেছে।