গুলনিকেতন গুল যে মারো
"প্রেমিক তুমি ভবে।"
আমি কারো বুকের ভেতর
ছিলাম কখন কবে?
শরীর রেখে বাহির দুয়ার
তুমি রইলে ঘরে,
লিখলে খাতায় হাজার পদ্য
সবই পরের তরে।
তোমার লিখায় আদ্যোপান্ত
প্রেমটা থাকে মাখায়,
প্রাণ কি থাকে সিঁদুর ফোঁটায়
হাতের শঙ্খ শাখায়?
দিন গিয়েছে ঘোর কেটেছে
মন ভেঙেছে শেষে,
যায়নি বুঝা প্রেম যে বাঁচে
দুরেই উঠে ভেসে।
গুলনিকেতন নাই-বা হলো
মিলন টা এ জন্মে,
অবুঝ কি আর প্রেমটা বুঝে
তুমিই বাঁচো কর্মে।
০৫/০৭/২০২৩
ভেলোর, ভারত।