তোমার প্রিয়ো গোলাপ ফুলে
আমার, এলার্জি হয় কাঁটা ফুটে রক্ত আসে
তবুও আমি পূর্নিমার ঐ চাঁদের মতো
গোলাপ ফুলেই গ্রহণ লাগাই আমাবস্যার,
দিনে রাতে!

নজরুলে প্রেম হৃদয় আর্তি তোমার যতো
রবীন্দ্রনাথেও আমার ততো।
তবু ভোরের তপস্যাতে নজরুল-ই গাই তবলা টা লই
হেরে স্বরে গলা সাধাই।
উঠা বসা চলাফেরায় তোমার মতো নজরুল-ই চাই
নজরুল-ই পাঠ সকাল বিকাল,
প্রবন্ধ আর উপন্যাসে।

বর্ষাকালে তোমার প্রিয়ো বৃষ্টিতে স্নান কদম কেয়ায়
আমার, বৃষ্টি ছুঁলেই সর্দি লাগে ঝড়ের মতো জ্বর বয়ে যায়
তবু আমি বৃষ্টিতে যাই শরীর ভেজাই
তোমার সাথে সুর মিলিয়ে ঠোঁট টা মেলাই।
তবুও তোমার এক কথাতেই ঘুমটা ছাড়ি নিঝুম রাতে
পাশে বসে শব্দ শুনি গভীর ধ্যানে!

বিদ্রুপের-ই কলার মতো যতোই হাসো
"না না" করে যতোই ছিটাও সাগর পানি
যতোই বাড়াও লবন ক্ষতো
আমি, আষ্টেপৃষ্টে ধরেই আছি ছাড়বো না হাড় পৃষ্ঠ মাথা কোনোমতে,
হেসেই দেবো জলাঞ্জলি আমার যতো প্রেম মমতা
নির্জনে তা়ঁর, প্রেমের অর্ঘ গরব জেনে।

২৫/০৫/২০২৪ইং
ময়মনসিংহ।