মেয়ের জামাই রাগ করেছে
যায় না কেনো? গোস্যায়,
শ্বশুর টা তার দেয় না দাওয়াত
শ্রাবণ ঘন বর্ষায়।
কাঠ ফাটা রোদ গ্রীষ্ম এলেই
কাঁঠাল পাঠায় খেতে,
উনুন মাঝেই ধরায় আগুন
বরফ ঢালে শীতে।
জানে জামাই আম কাঁঠালে
চায় না পান্তা খেতে,
তবুও শ্বশুর সুগার বাড়ায়
লিচু টা দেয় ফ্রীতে।
আর সে কদম সুবাস যখন
বর্ষাতে যায় দিয়ে,
মন টা হারায় ঝিলের জলে
বৈঠা হাতে নায়ে।
ঝাঁকি জালের মাছ টা ধরে
উড়াল দিতো চিলে,
যেতো পাওয়া শাপলা ছোঁয়া
জোছনা ধোয়া বিলে!
১০/০৯/২০২৩
চট্টগ্রাম।