স্যুট টাই পড়া শহরে বাবুটা সেদিন বলেছিলো
গরীবের অভুক্ত পেট বড়োই হয়,
আমি নিশ্চিত
সাহেব গরীবের ভাত ভরা মাটির সানকি টাই কেবল দেখেছেন
পান্তার সাথে নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুঁচি তার চোখে পড়েনি
হয় এড়িয়ে গেছে নয় এড়িয়ে গেছেন।
আমি নিশ্চিত তার সকালের চা সমুচা,
বিকেলের পাস্তা নুডলস কিংবা বিফ বার্গারের কথা
শহুরে সাহেব বেমালুম ভুলে গেছেন।
ভুলে গেছেন সকালের গরম ভাত এরা দুপুরে খায়
আর, দুপুরের টা রাতে।
সাহেব ভুলে গেছেন এরা খেটে-খাওয়া দিনমজুর কুলি শ্রমিক
এদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় হাটে, বাজারে, গ্রাম গঞ্জে ক্ষেতে খামারে।
নয়তো সাহেব ভুলে গেছেন এদের শ্রমেই রচিত হয় সভ্যতা
যোগান হয় নগরবাসীর আহার খাদ্যের সংস্থান,
আর যদি মানুষ হতেন,
গরীবের পেট না দেখে তিনি
পান্তায় ইলিশ ভাজা, বোয়াল মাছের দোপিয়াজা, মাটনকারী খুঁজতেন,
নিদেনপক্ষে পাঙাসের ঝোল তো অবশ্যই।
১১/১২/২০২৩
চট্টগ্রাম।