কে না কি ঐ বললো ফোনে,
অমনি যে লাফ!
ফাল দে উঠে চললি কোথা?
বলবি তো বাপ।
গেঞ্জি টা নে! শার্ট টা পাল্টা
লুঙ্গি তো ছাড়,
জলদি কিসের! খাবার টা খা
ভাঙবে তো ঘাড়!
দেখিস হাওয়া, বইছে কিনা
নদীর দু'পাড়?
মেঘ কি জমা? আঁধার ঘনায়!
গল্পটা কার?
২৮/০৫/২০২৩
চট্টগ্রাম।