দুঃখের গল্প বললে কথায়
তোমরা ভাবো পদ্য,
জল দেখে তাই হাত তালি দাও
ঢালতে আরো সদ্য।
আর যদি পাও সুরের দোলা
পথিমধ্যে বিনয়,
ভাবো এ লোক বাচিক শিল্পী
অভিনয়েও দূর্জয়।
দিনের শেষে প্রশংসা তাই
মিলছে হাতে পদ্ম,
অজানাই রয় জীবন যোদ্ধার
জীবন যুদ্ধের গদ্য।
আর যদি ভাই বুঝতে পারো
গল্পকারের গল্প,
দর্শক তুমি সটকে পড়ো
মুচকি হেসে স্বল্প।
১৯/০৩/২০২৪ইং
চট্টগ্রাম।