অফিস পিয়ন করম আলী, বললো সেদিন রেগে
"ঘুষটা কে চায় এই অফিসে, পকেট ভরে ভাগে?
তোমার কাজ তো এমনি হবে, শোনোই না ভাই আগে
দুঃখের কথা বলবো কি আর, চুল টা ছিঁড়ি রাগে।

তিন তলার ছাদ আগেই করা, সেই সে গেলো মাঘে
বাদ বাকী কাজ অমনি পড়ে, হাতটা খালি কি যে!
ছেলে আবার গোঁ ধরেছে, কিনতে হবে হোন্ডা
মেয়ের নাকি লাগছে গরম, এসি-তে চাই ঠান্ডা।

বউয়ের হঠাৎ বিদেশ ভ্রমন, সাধ জেগেছে মনে
জানো নাকি দাম টা কেমন, সব যদি লই কিনে?"
শোনে আমি থ হয়ে যাই, এই ছিলো তার মনে!
কৌশলে সে বলছে দিতে, একটা একটা কিনে।

২৩/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।