বানর ভায়ার বাঁদরামিতে
দেশটা যখন তলানিতে
সিংহ মামা ঘুমায় তখন
নাকটা ডেকে আলসেমিতে।

চাঁদের নাকি হয়নি সময়
ফেলতে জোছনা পৃথিবীতে,
সূর্য মামাও ফেলবে কদম
ডুবলে আঁধার আগামিতে।

কপাল পোড়া গোয়াল গরু
মাথা তুলে জবানিতে,
দায় যে কেবল আমজনতার
ফেলতে নিশ্বাস বনানীতে।

১১/০৫/২০২৩
ময়মনসিংহ।