তোমার বোধহয় ঘুম আসেনি
রাত জেগে তাই দেখছো তাঁরা,
জানলা ধরে নিচ্ছো সুবাস
মধ্য রাতের শিউলি ঝরা।

খুঁজছো কিছু আঁধার মাঝে?
পাচ্ছো কি টের স্পর্শ কারো?
অভাব বোধে হওনি ক্লান্ত?
কাটছে কি ক্ষণ প্রহর বারো!

তবে তো মন ভীষণ খারাপ
বিরহ বোধ অসুস্থ আজ,
নিদ হারা চোখ পাপড়ি বুঁজে
রাখছে ঢেকে করছে না কাজ।

তোমার বোধহয় ঘুম আসেনি!

২০/০৮/২০২৪ইং
চট্টগ্রাম।