ডুবছে যখন ঘর বাড়ি দোর
কষ্টে শতো প্রান,
কাঁদছে শিশু ভাসছে বৃদ্ধ
থমকে গেছে যান!

পায়ের নীচে ছলছল জল
ঘরের শূন্য চাল,
অভুক্ত পেট দুধের শিশু
মায়ের অশ্রু ঢাল!

বিলের জলে অশ্বথ ডালে
আটকে দু'টি প্রাণ,
অন্ধকারে, ঘুম কি আসে?
জলের শুনে গান!

মরণ ভয়েও স্ব লাজ চোখে
তবু খুঁজে চোখ,
আসেন যদি দুঃখ ত্রাতা
ঘরের চেনা মুখ!

২৫/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।