মা-বাবা তার ঋণ খেলাপি
আবার দলের কর্তা,
সন্তানে চায় দেশ লুটতে
দেশের আলুভর্তা।

রিজার্ভ ডলার হলে পাচার
বাজে শূন্য মটকা,
দূর্জনে দেয় চাঁদের টিকিট
পূন্য টাটকা টাটকা!

রাষ্ট্র শেখায় সুদ মওকুফ
সাধের শিল্পপতির,
কৃষকের ঋণ হয় দাক্ষিন্য
দেশের অর্থনীতির!

যুগে যুগে ধনীর কপাল
এমনি লুটে দেশটা,
স্টীমার চালায় আম জনতায়
গল্পের নাকি শেষটা।

যার শুনবার সেই তো বধির
খিল দিয়েছে এঁটে,
ধনী ফুলায় ধনের স্ফীতি
গরীব মরে খেঁটে।

২০/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।