বিজ্ঞানীরাও ভাবতো আগে
এই পৃথিবী নয় গোলাকার!
রুটির মতো লম্বা চ্যাপ্টা,
রাতের রাজা আকাশ চাঁদও
দেয় না আলো দিনের মতো
রাতের বেলা ভীষণ কিপ্টা।
দিবাকর তার তেজ টা ক্ষয়ে
ঘুরতো নাকি পুব পশ্চিমে
প্রেম নাকি তার ধরার জন্য,
জানতো ক'জন মিল্কিওয়ে
গ্যালাক্সি দূর অযুত নিযুত
জ্ঞান পরিধি আলোক শূন্য।
তবুও মানুষ করছে বড়াই
জ্ঞানের ডিব্বা পূর্ণ কড়াই
সে ছাড়া ঐ আর কেহ নাই,
বলছে অধম মানব আদম
জ্ঞান সাগরের তুমি হলে
নুড়ি পাথর উড়ন্ত ছাই।
১০/০৬/২০২৪ ইং
চট্টগ্রাম।