জ্ঞানের লতি বৃক্ষ কে চায়
পায়ের নীচে ধরায়,
আর সে উড়ুক আকাশ টা ছুঁক
জগৎ কথায় কথায়।

তাঁর যে বাহন মনের চক্ষু
বাড়ে অহংকারে,
বিদ্যা কে তাই দেখায় বৃহৎ
গহীন পদ্মা পাড়ে!

সূর্য কে সে ঠুনকো ভাবে
নিজকে সম ইন্দ্র,
জানে না রাত আঁধার এলেই
মূল্যহীনও চন্দ্র।

স্বল্প জ্ঞানে তার যে থাবা
পড়ে মানব ঘাড়ে,
জ্ঞানীই বুঝে তার ক্ষমতা
চৌকাঠে ঘুণ দ্বারে।

বিশাল হলেও সাগর সফেদ
চরণ টা যায় ছুঁয়ে,
জ্ঞান পিপাসুই হয় বিনয়ী
মহান আরো নুঁয়ে।

০৫/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।