যেথায় সেথায় মুখ ঢুকিয়ে
নাক গলাবো ঢোল বাজাবো
আমি তেমন নই,
কারো ঘাড়ে ভেঙে কাঁঠাল
হাত পাকাবো চোখ ঘুরাবো
সময় তেমন কই?

হোক না কর্ম ঢেঁকির ধর্ম
মাথার বুদ্ধি হাঁটুর সমান
চতুষ্পদীর মল,
হাতের পেশি গায়ের শক্তি
হোক না এমন ষাঁড়ের মতোন
আর্সেনিকের ফল।

তবুও যেনো বইতে পারি
শখের গাধায় চলতে পারি
জোছনা মাখা রাত,
ভয়েই থাকি গাধাও যদি
কাটে দু'ধার শাঁখের করাত
ধারাল থাকে দাঁত!

১৬/১১/২০২৪ ইং
চট্টগ্রাম ।