জ্ঞানী এখন ডাকাত তাড়ায়
চোরকে বাঁধে ধরে,
ব্যাবসা করে সিন্ডিকেটের
চাকরি-বাকরি পরে।
শিক্ষা দীক্ষা বিবেক ঝেরে
প্রকাশ্যে খাও চুমু,
দেখবে লোকে বলছে প্রেমিক
"খুব আধুনিক কুমু।"
চুরি-দারি ছিনতাই ছাড়ো
চাইবে সোজা চাঁদা,
বড়ো হওয়ার পথটা সোজা
ডাকবে আরো দাদা।
আর যদি ভাই সত্যি বলো
বুঝাও লোকে জ্ঞানী,
বুঝবে মজা হাজত সোজা
দেখবে চোখে পানি।
২৯/১২/২০২৩
ময়মনসিংহ।