রাগ অনুরাগ মান অভিমান
মুখের ভাষা রব,
অনিচ্ছাতেও যাস তো দূরে
পারিস ভুলতে সব?

মৌ এর বনে গুনগুনিয়ে
ভ্রমর-ই গায় গান,
কেউ না জানুক ফুলের জানা
কোন বনে তার প্রাণ!

অহং বোধে প্রবোধ গুনে
করিস না আর ছল,
আলিঙ্গনে বাসিস ভালো
একটু ওরে বল!

১০/০২/২০২৪ইং
সুনামগঞ্জ।