মাছ খেয়ে সে ফিক্কা দিছে
থালার ঝুটা ভাত,
তাই নিয়াই তো কামড়াকামড়ি
রাজার বাজিমাত।

শিয়াল ভাবছে বক মরছে
শকুন হইছে কাত,
নইলে কেনো ভাত ঢেলে দেয়
রাজার দুটি হাত!

জড়ো কইরা বনের পশু
ভরলো সকল কান,
রাজাই এখন ব্রাহ্ম মোদের
রাজার রাখো মান।

হাঁক দিয়া তাই গাইলো পদ্য
মনিব স্তুতি গান,
জানলো না কেউ ফিক্কা ভাত-ই
রাজার হইছে দান!

১৩/০৩/২০২৫ইং
গফরগাঁও, ময়মনসিংহ।

*ফিক্কা-ছুঁড়ে দেয়া