তোমরা যখন পেট পুরে খাও
ভোজে সারো ইফতার,
আমরা তখন ব্যথায় কাতর
ভয়ে করি চিৎকার।  

ঘর ছাড়া দোর পেটে পাথর
জেগে কাটাই রাত্রী,
তোমরা তখন রাজ প্রাসাদে
আঁকো মানব মুর্তি।

রক্ত মাখা শিশুর মুখ আর
ভাইয়ের তাজা লাশে,
পাই না খুঁজে ভরসা দেয়ার
একটা মানব পাশে।

হাত তুলে তাই এই ফরিয়াদ
মালিক করো বিচার,
করলো যারা ধ্বংস মোদের
দেয়নি সুযোগ বাঁচার।

২১/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।