আঁতেল নাকি! শক্ত লোহায়
ক্যামনে মারিস তুরি?
কাঁদায় ফেলে রেসের ঘোড়া
চাইবি নগদকড়ি।
দেখবি খুঁজে অসৎ পথে
ক'খান আছে বাড়ি,
পুত্র কি তার আলো ছেড়ে
রাতের ধরে গাড়ি?
কন্যা ও বউ খাচ্ছে কি মউ?
কোথায় উড়ায় ঘুড়ি?
নোট লিখে রাখ ছবি টা তোল
দেখ মিলিয়ে ঘড়ি!
সুযোগ বুঝে ফেলবি ফাঁদে
পড়াস পায়ে বেড়ি,
দেখবি কাবু দর নিয়ে যেই
করবে মোড়ামুড়ি।
তবুও যদি ঘাড় না নড়ে
দুদক আনবি ধরি,
পুলিশ কে বল মামলা চালাক
পকেট গুঁজুক বড়ি।
০৩/১০/২০২৩
চট্রগ্রাম।