লক্ষ দিয়াও কারোর কারোর
যায় না পাওয়া অন্তর,
জুতা কিনলেও হয় না শাড়ি
বাদ পরে যায় আঁতর!

"গেলো ঈদেও কম দিছিলা
নাই কি তোমার মনে?
তিনটে মাত্র সুতির থ্রি-পিস
লেহেঙ্গা দুই গুনে!"

এইবার যদি না দেই টাকা
স্বর্ণ বালা কিনে,
দেখবে না মুখ এই প্রবাসীর
বন্ধ কথা ফোনে!

তাঁর অভিযোগ দিছি ঢেলে
পাইছে বেশি বোনে,
দিলাম কেনো মায়-রে আংটি
ভাইরে চাওয়া বিনে?

বিশ টাকার ঐ গজ কাপড়েও
মানুষ কিনে হাসি,
ছুঁইড়া টাকা পথেই তাকায়
বউ টা জাগে নিশি।

৩০/০৩/২০২৫ইং
ময়মনসিংহ।