জেনে বুঝে মারটা খেতে, কে বলেছে তোকে?
কেউ ছিলো না আগ বাড়িয়ে, নাকে খড়টা দিতে?
এত্তো এত্তো লোকের মাঝে, তুই-ই কেবল ছিলি!
তোকেই পেলো আম জনতা, রক্তে খেলতে হোলি!
মরছে মানুষ মরতো আরো, তোর কি আসে যেতো?
থাকলে দুরে থাকতি ভালো, কেউ কি তোকে পেতো?
সাত সকালে দেখলি যখন, উঠছে আগুন জ্বলে
বুঝি না তোর মাথা থেকেও, নাকটা কেনো গলে!
গোপাল ভাঁড়ে ছুড়ছে যখন, ছুড়তো গুলি লাখটি,
তুই কেনো ভাই ধরতে গেলি, পরে থাকা খাপটি?
২০/০৫/২০২৩
চট্টগ্রাম।