চায় কে বলো কবর খুঁড়ে
কষ্ট আনে তুলে?
সুপ্ত আগুন দক্ষিন হাওয়ায়
তেতেই উঠে জ্বলে।
নিত্য যে জন রৌদ্রে পোড়ে
দুঃখ জঠরজ্বালায়,
তার কি লাগে কাষ্ঠ কয়লা
পুড়তে অনল ধারায়?
আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন
মাঘের তীব্র শীতে,
পোড়ায় যে জন নিজের কপাল
দগদগে ঘা ক্ষতে।
তারেই খোদা চাইছো দিতে
দুঃখ দু-হাত ভরে?
কাঁধ টা কি তার পরবে না আর
নুয়ে বোঝার ভারে?
১৬/০৭/২০২৩
ভেলোর, ভারত।