দূর্জনে চায় সুজন মরুক
যাক ডুবে সে ঋণে,
দূর্দিনে তার লইবে মজা
পরশ পাথর বিনে।

ঋণের দায়ে উঠলে নিলাম
ঘরবাড়ি বা খামার,
টান দিবে সে মান ধরে তার
উঠলে উঠুক বিমার।

চুল ধরে তার তুলবে টেনে
ছুঁড়বে পিছন তিরে,
বিষ দিয়ে সে ঢালবে সিরাপ
অক্কাটা যাক ক্ষীরে।

চিনবে ক'জন কাছের স্বজন
দুধের মাছি এমন?
সামনে যে চায় পরের ভালো
পিছন কাঁড়ে জীবন!

০৩/১১/২০২৪ ইং
চট্টগ্রাম।