স্বাধীনতার বিজয় মাসে
যখন দেখি রাজার দুয়ার,
জ্ঞানহীন মূর্খ ভন্ডরা তায়
কাঁড়ছে মঞ্চ জ্ঞানীর চেয়ার।

সারগর্ভ পদ টাকায় কিনে
দেয় বক্তৃতা জ্ঞানীর তরে,
বিজয় মাসে মুক্তি যোদ্ধায়
শুনায় গল্প টিকটকারে!

জাতির বিবেক সাংবাদিকও
করছে প্রচার অশিক্ষিতে,
স্বাধীন চেতার দোহাই দিয়ে
মারছে মেধা বই খাতাতে।

অজ্ঞ যখন করছে শাসন
বিচার আচার বিবেক টারে,
বুঝতে বাকি! ডুবছে জাতি
শিক্ষাটা-রে ধ্বংস করে।

১৬/১২/২০২৩
ময়মনসিংহ।