থাকতো যদি এমন ঔষধ
খাইয়ে দিলেই সারতো রোগ,
মিথ্যেবাদীর গলায় ঢেলে
লোভ দেখাতাম গিলতে ঢোক।
তাঁরাপদের ঢেরায় ঢুকে
ভয় দেখাতাম রোগের শোক,
বলতাম ওরে ছাড় ডাকাতি
চায় পৃথিবী ভালো লোক।
পুকুর চুরির অফিস ভায়া
যার চোখে ঐ টাকার লোভ,
তারে পেলে খাইয়ে দিতাম
গুলায় ঔষধ মনের ক্ষোভ।
সিনা-জুরি আর চোর চোট্টা
চাইছে যারা লাভের ভোট,
পেলে কাছে খাইয়ে তারে
দরতাম চেপে কাঁটা ঠোঁট।
১৯/০৯/২০২৩
চট্টগ্রাম।