আকাশ ভরা হাজার তাঁরা
চাঁদ সুরুজও হেলে,
দুখ কেনো দাও আমার বাগান
একটি মাত্র ফুলে?

কান্ড ভাঙো পত্র ঝরাও
শিকড় কাঁটো মূলে,
দয়ার সাগর ফুল টা রেখো
হাওয়া লাগুক পালে।

নিগূঢ় আঁধার হাত টি বেঁধে
চোখ যদি দাও খুলে,
পারবো ডিঙায় পৌঁছতে তরী
কাঙ্খিত সেই কূলে?

চাই না আমি আপেল আঙুর
থাকুক মধু ফলে,
আল্লাহ ছাড়া আর কিছু নাই
সাগর গহীন জলে।

২০/১২/২০২৩
চট্টগ্রাম।