আঁধার রাতে পিঠের বোঝায়
নাই-বা হলে উমর,
যায় না যাওয়া দুখীর দ্বারে
পরের নিতে খবর?
কি দিয়ে খায় সাহরি ইফতার
জ্বলে আদৌ চুলা?
ভরে কি পেট নুন আর ভাতে
নাকি ধরে গলা?
তোমার বিশাল ধন সম্পদ
থাকেই যদি পড়ে,
ভাবো আল্লাহ দিলেন কেনো
রাজার হালত ভরে?
শেষ বিচারের মিজান পাল্লায়
হবে যখন বিচার,
পারবা মিয়া দিতে জবাব
পথ কি রইবে বাঁচার?
০৭/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম
(মূলকথা: কখনো কখনো আল্লাহ মানুষ কে দিয়েও পরিক্ষা করেন।)