নিজের মুখের পচন লুকায়
দূর্জনে দেয় জ্ঞান,
কেমন করে রোগ সারাবি
করবি ওরে ধ্যান!

পর কে বুঝায় খাসনে বিড়ি
তামাক জর্দা চুন,
নিজেই বিজন খাচ্ছে নির্জন
মদ্য পান-ই গুন।

মসজিদে যাস মন্দিরে যাস
প্রার্থনা কর তাঁর*,
বলেই খালাস লোভ লালসায়
তার-ই ভরা দ্বার।

সাপ বিচ্ছু তো করছে দংশন
পেলে আঘাত ক্ষণ,
মোটেও সে নয় মানুষ সুজন
দ্বিমুখী যার মন।

১৬/০৮/২০২৪ ইং
ময়মনসিংহ।

* স্রষ্টার।