লোকের কাছে বেকুব আমি
নিরেট গর্ধভ গাধা,
মাথার উপর ঘুরায় ছড়ি
দিয়ে গোলক ধাঁধা।
পাড়াপড়শি আত্মীয় স্বজন
সবাই করে দোহন,
মুখ দিয়ে খায় ঘী বানিয়ে
মধু করে লেহন।
কারোর কাছে ডিম পাড়া হাঁস
ঘরের তাজা মুরগী,
জবাই করে আপন জন-ই
মানুষ রূপী বর্গী।
আর যে ক'জন ভাবী আপন
তাঁরাও ঠাওরে মূর্খ,
হানে আঘাত ছল চাতুর্যে
ভাঙে মনের দূর্গ।
মুখ বুঁজে রই মুচকি হাসি
রাখছি হিসেব রাধা,
নইতো অবুঝ সবই বুঝি
গল্প সবে আধা।
১৬/০৬/২০২৪ইং
ময়মনসিংহ।