রান্না কইরা আন্ডার ঝোল
হাঁক দিয়া কয় কারি,
কেমুন লাগে! ঢাইল্লা থালায়
ঝোলরে ডাকে গ্রেভি।
পেঁয়াজ কুঁচি নুনডা মাইখ্যা
ভাজলে তেলে পোঁচ,
অমলেট না-কি আধা ভাজা
খাইলে ভিজে মোচ।
ছুইল্যা ডিমে মাইখ্যা আটা
রাইন্দা বলে কোপ্তা,
হয়-ও নাকি ডিম পাতুরী
খাইছে রমা গোপ্তা!
দেইখা অবাক বাটিয় বেবাক
ডিম দিয়া কয় স্যুপ,
কইমু কি আর ব্যাপার স্যাপার
শোইনা থাকি চুপ।
২৪/১২/২৪ ইং
চট্টগ্রাম।