পানির দামেই মিলছে এখন
একটা গোটা ডিম,
খুশির খবর
দাম বেশি নয় ঠিক পনেরো
পারবি খেতে ক্রিম।
তিন বেলা তোর ভাতের সাথে
মাখিস ডিমের ঝোল,
নয়তো ব্যাটা,
পকেট কাটবো ট্যাক্স বসাবো
বন্ধ করবো বোল।
রাজার হুুকুম আনাজপাতি
পারিস খেতে শিম,
তাই বলে তোর
মুখটা যদি চায় মাছ মাংস
খাইয়ে দেবো নিম।
ভুলেও যদি ইলিশ খাওয়ার
জাগে কেনো ড্রিম,
যা ভুলে যা
নুন দিয়েই তোর পান্তা হবে
আর পাবি না ডিম।
১৩/০৮/২০২৩
ভেলোর, ভারত।
ফ্যাক্টঃ ডিম আর পানি দুটোই এখন ১৫ টাকা।