হাত-পা ভাঙা খাঁচার পাখি
স্বপ্ন দেখে উড়ার,
আরেকটি বার চায় সে আকাশ
যৌবনে তাঁর ফেরার।

স্বপ্ন এখন খাঁচার ভাঙন
নদীর মৎস্য শিকার,
ঠোঁট দিয়েই সে ঠুকরে খাবে
নীল তিমি বা সাকার।

ঘুরে বেড়ায় চীনের প্রাচীর
দূর ইউরোপ ডানায়,
জ্ঞান বিলোবে আঁধার কোন ও
অধিক জ্ঞানী কানায়।

খাঁচার পাখি ভুলেই গেছে
নিজেই এখন বোঝা,
জং ধরা তার জ্ঞান পরিধিও
তার-ই মতো কুঁজা!

১৪/০৯/২০২৪ ইং
ময়মনসিংহ।