মুখ টা সুন্দর চাঁদের মতো, গালে ভরা দাড়ি,
মুখের ভাষাও মিষ্ট অনেক, রসে টুপুর হাঁড়ি!
সহজ কথার মর্ম তাহার, মানুষ টা হও আগে
বাঁচলে পরে স্রষ্টা তোমার, জুটায় নিও ভাগে!
মানুষ হলেই পাল্টে যাবে, এই জগতের নিয়ম
বিশ্ব নাকি সাজবে ফুলে, আলোয় ভরে বৈয়ম।
বলি,
হিংসা বিদ্বেষ মারামারি, কোন ধর্মেতে ভালো?
কে বলেছে মিথ্যা বড়ো, পাপ-ই হলো আলো?
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান, সব ধর্ম চায় শান্তি
স্রষ্টা ছাড়া জায়গা কোথা, কে শুধরাবে ভ্রান্তি?
এক জীবনে স্রষ্টা খুঁজো, জ্ঞানটা লাগাও কাজে
ধর্ম মানলেই মানুষ টা হয়, পায় নিজেরে খুঁজে।

২৯/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।