ছাব্বিশ বছর!
এক সাথে তোর/ হেঁটেছি যে দূর/ নিশীথের আঁধার/
জমিনের মেটে/ সমুদ্রের তটে।
ভালোবেসে যার/ ধরেছিলে হাত/
তুমি সেই কবে!
যুগ যুগ পার/ ছাড়োনি তা আর/ ভুল ভাল বকে/
মাঝ পথে চলে।
রোদেলা দুপুর/ পথে ফেলে রথ/ তপ্ত মরু পথ/
ক্লান্তি যেখানে/ ছু়ঁয়েছে অধর/ করেছে নিথর/
তুমি হেঁসে তায়/ মাঝ দরিয়ায়/
টেনে ধরে হাল/ সুরে দিয়ে তাল/ ফেলেছো নোঙর।
প্রতিহতে ঢাল/ মেলে ধরে পাল/
শুষে নিয়ে ঘর্ম/ ধরেছো যে বর্ম/ দূর্বার মহাকাল/
মুছে দিয়ে বুক/ স্পর্শেতে চিবুক/ ভুলায় অবসাদ/প্রেমোময় হাত।
কতো কালো মেঘ/ নিষ্ঠুর আবেগ/ ঢেকেছে আকাশ/
দুলিয়ে পবন/ উঠেছে সাইক্লোন/
কুল ভাঙা ঢেউ/ কতো ফুঁসে কেউ/
কতো গেছে ভেসে/ ফিরেনি ডাঙায়/ তেজস্বী গঙ্গায়,
থামিয়ে সে ঝড়/ হেঁটেছি আবার/
ধরে দুই হাত/ বিকেলের সন্ধ্যায়।
১৮/১১/২০২৪ইং
চট্টগ্রাম।