যদি দেখিস মগ ডালে কেউ উড়ায় সত্য খুঁটি,
ধর টেনে ধর লেজের গোছা গলায় ছুঁয়াস বটি।
আর না-হয় ওর অতীত কে ধর বের করে আন ত্রুটি,
কোথায় কখন কার বাসাতে খেয়েছিলো রুটি।
ঔষধ কি সে এমনি খেতো? ধরতো কারো টুঁটি?
ইলিশ কেনো খায় না ওরা? কেবল ভাজে পুঁটি?
গোলা ভরা ধান টা কেমন? আছে কাঁসার ঘটি?
বাপ-দাদাদের বসত কোথা? পাকিস্তানে ঘাঁটি?
আর যদি বাপ কিছুই না পাস মিথ্যে বাঁধিস আঁটি,
দেখুক ধরা বীর বাঙালী সত্য কে দেয় মাটি।
২৩/০১/২০২৪ ইং
চট্টগ্রাম।