দুই বছরের আগের জুতোও
এখনো সেই ছোট!
খায় না কি ভাত আলো হাওয়া
হচ্ছে কেনো খাটো?

গায়ের জামাও কমায় ভুঁড়ি
এক বছরেই ইঞ্চি!
মায়ের মতোন বকতে হবে
হেঁড়ে গলায় "ধঞ্চি"।

নয়তো ওরা শোলার মতোন
হতো চিকন বেঁটে?
পেট টা ভরে সব্জি খেতো
থালা খেতো চেটে।

২২/০৮/২০২৩
ভেলোর, ভারত।