উঁচু তলার ধনীর দুলাল
হিসেব রেখো গুনে,
পাওনা যাদের তোমার সনে
দিও জনে জনে।
নগদ কড়ি তোমার জ্ঞানে
পাওনা আছে সবার,
অংশ আছে গরীব দুঃখী
ভাই-বোন বা মামার!
আল্লাহর বিধান হক গরীবের
অধিক জমার ধনে,
যাকাত টা দাও হিসেব করে
হাদীস টা নাও জেনে।
আর যা আছে ধর্মীয় জ্ঞান
আল্লাহ রাসূল শানে,
তাও বিলিয়ো অধম জনে
স্রষ্টার হুকুম মেনে।
১৭/০৩/২০২৫ইং
চট্টগ্রাম।
(আল্লাহ যেমন আমাদের সম্পদের হিসাব নিবেন। তেমনি নিবেন জ্ঞানের।)