পরের দিকে ঢিল ছুঁড়ে তুই
করলি কি হে প্রমান?
তুই ঈমানদার? সাচ্চা ইনসান!
মুখের কথাই জবান!
তোর খোয়ারের গরু মহিষ
সবার-ই তুই সুজন,
আর এপার তো ভেড়ায় ভরা
গাধার-ই সব জীবন?
তাঁদের কি পাপ? মরবে কেনো
তোর ছুঁড়া সেই ঢিলে?
বলতে পারিস কষ্ট কিসের
থাকতে সবে মিলে?
পুড়বে যখন ঘর দুয়ার তোর
তোর-ই ইচ্ছে ভুলে,
দেখবো তখন যাস কোথা তুই
আর কাকে খাস গিলে!
কাদা ছুঁয়েই ঢিল ছুঁড়া যায়
মাখতে হয়রে পায়ে,
জাত কি থাকে? অধর্ম হয়
লাগলে রক্ত গায়ে!
২৭/১১/২০২৪ ইং
চট্টগ্রাম।