পাড়া পড়শী বৌদ্ধ খ্রিষ্টান
হিন্দু আমার ভাই,
সৃষ্টি তো সব একই স্রষ্টার
তাই ভেদাভেদ নাই।

জোর করে প্রেম হয় না যেমন
চাই না তেমনি মন,
রাসূল বলেন, কষ্ট যে দেয়
মুমিন কি সেই জন!

মুমিন তো সেই দেয় পাহারা
পর কে করে রক্ষা,
নেয় না লুটে যায় সে ছুটে
বিপদে পায় পাক্কা!

ভেঙে মন্দির ঘর প্যাগোডা
যায় কি পাওয়া প্রেম?
ন্যায় বিচার আর সৎ ব্যবহার
মিলায় ধরা হেম।

পচন রোধে নিজ দেহের তাই
হও সচেতন নিজ,
গুজব রোধো সজাগ থেকো
বুনো শান্তির বীজ।

১৬/০৮/২০২৪ ইং
ময়মনসিংহ।