মুখের হাসি ধার দিয়েছি
সুখ কেড়েছে নন্দী,
ভয় পেয়ে তাই দিন দেখি না
দুখ করেছে বন্দী।
খাতা কলম ছুঁড় দিয়ে যেই
আঁধার চলি এঁকে,
ভয় দেখিয়ে হুতোম প্যাঁচাও
ডাকে মনের চকে।
তেঁতুল বনের জোছনা ভাঙে
চাঁদ টাকে নেয় চুষে,
জোনাক পোকা তাঁরার আলো
অন্ধকার যায় পিষে!
দিনের প্রদীপ সূর্য ভায়া
পৌষে লুকায় মেঘে,
ধার দেয়া মোর হাসি খানাও
হারায় মধ্য মাঘে।
২৬/০৯/২০২৩
চট্টগ্রাম।