কোত্থেকে এক বুড়ো ভাতার
দিব্যি হেসে দিয়েছে ঢাপ?
শুনলি আমার মিনমিনে ভাব
লাজুক লতা ভীরুর স্বভাব!

বললো তোদের পথ-ঘাট মাঠ
কোত্থাও যাইনি! সব অচেনা?
জীবন নাট্যে আমি নাকি
দুধের শিশু কেউ চিনে না।

স্পর্ধা কতো আমায় বলে,
জীবন চলে পরের ভাতে!
নাই নাকি মোর জায়গা শোবার
ভিক্ষাও মাঙি হাত টা পেতে!

কালু আমার খোলা চান্দি
একটু একটু  হচ্ছে গরম,
নাম টা তো বল হারাম জাদার
দিবো ধোলাই করবো জখম।

সাহস কতো আমায় খোঁচা?
হাতপা ভেঙে বুঝাবো চাপ,
নাম কি বললি, "খু্ঁড়ো যতিন"!
নয়তো আবার আমারই বাপ!

৩১/০১/২০২৩
ময়মনসিংহ।