চিতই পিঠা দশ টাকা আর
ভাঁপা পিঠা বিশ,
আখের রসও ফুটপাতে আজ
চাইছে মামা ত্রিশ।

মনে পড়ে চার আনাতেই
কিনতাম লেবেনচুস,
আট আনাতে যেতাম বাড়ি
খেয়ে ফলের জুস!

আজ সেখানেই যাওয়া আসায়
লাগছে টাকা ষাট,
ইচ্ছে বিনাই শিখতে হচ্ছে
মিতব্যয়ীর পাঠ।

দোষ কি মোদের? মূল্যস্ফীতি!
উন্নয়নের দান,
দেখবে যেজন সেজন অন্ধ
বন্ধ তাদের কান।

২০/১১/২০২৩
উত্তরা, ঢাকা।