আজকে যে তুই চোখ ফিরিয়ে, দুয়ার দিলি সেঁটে
দেখবি একদিন কাঁদবি ভীষণ, চাইবি দৃশ্যপটে।
কম করে হোক একটি বারই, পেতে আপন করে
ঝড় টা ভীষণ দুমড়ে মুচড়ে, বইবে মনের ঘরে।

করবি যেদিন ইচ্ছে পোষণ, মেটায় দিতে দেনা
হোক পরিশোধ চোখের কোনে, জমা অশ্রু কণা।
আলতো করে শব ছুঁয়ে যাস, বুকের জমা ধূলো
আমি আমার কবর থেকেই, পাবো দেখতে আলো।

ভাবতি যারে সুখ বুঝে না, মরবে অপঘাতে
পাগল ছাড়া ঘুমায় দূয়ার, বৃষ্টি বাদল রাতে?
সহস্র ক্রোর দূর থেকে তোর, খুঁজিস যদি দূয়ার
দেখবি সেথা কেউ বসে নেই, ভালোবাসি বলার।

০৭/০৬/২০২৪ ইং
ময়মনসিংহ।