ধন রেখো না ঘরের ভেতর
ধন রেখো না পথে,
আগুনে ঘর পুড়তে পারে
চোরেও পারে নিতে।

বিলিয়ে ধন দুস্থের মাঝে
আধেক রেখো সাথে,
নিঃস্ব হলেও মিলবে তৃপ্তি
মরবে না ভাই ভাতে।

১৭/০১/২০২৩
ফেনী।