বুকের উপর চলবে গাড়ি
সাদা হলুদ সারি,
চুপ করে রও খোকাখুকু
যাবেন দাদা বাড়ি!

আন তুলে আন ধান দূব্বা
সন্দেশে ভর হাঁড়ি,
ইলিশ দে স্তুপ ভাতের থালায়
মিষ্টি আমে মাড়ি,
সাজা দুয়ার চন্দনে তোর
আল্পনাতে বাড়ি।

আর যদি কেউ হিসেব খুঁজে
পিঠে ছুঁয়াস ছড়ি,
বর্গী এনে দাঁত ভেঙে দে
হাত-পায়ে বাঁধ দড়ি,
রাজ মাতা চায় বুক পথেতেই
দাদা যাবেন বাড়ি!

২৪/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।